Friday, January 4, 2019

বিক্রয় প্রসার বলতে কী বুঝায় ?

উত্তরঃ বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্য একটি প্রতিষ্ঠান যেসব প্রচেষ্টা চালায, তাকে বিক্রয় প্রসার বলে।সাধারণত, এ ধারনা থেকে বিজ্ঞাপন,প্রচার ওব্যক্তিক বিক্রয়সহ যেসব বিক্রয় বৃদ্ধির কৌশল আছে সবই বিক্রয় প্রসার হিসেবে বিবেচিত হয়। কিন্তু বিপনে বিজ্ঞাণনে বিজ্ঞাপন, প্রচার ও ব্যক্তিক বিক্রয়্, বিক্রয় বৃদ্ধি করলে ও এদের বিক্রয় প্রসার হিসাবে অভিহিত করা হয় না। সুতরাং, বিজ্ঞাপন, প্রচার ও ব্যক্তিক বিক্রয় ছাড়া বিক্রয় বৃদ্ধি জন্য যে সব কর্মকান্ড গ্রহণ করা হয়, তাকে বিক্রয় প্রসার বলে।